জনগণ আর একদলীয় নির্বাচন মেনে নেবে না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরজনগণ আর একদলীয় নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সংঘাত চাই না। সংলাপ ও আলাপ আলোচনার মধ্য দিয়েই সরকারকে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করতে হবে।’ শনিবার বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সময় দুর্নীতি, লুটপাট, হত্যা, নির্যাতন ও অপহরণ হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘মানুষ এখন এই দুঃশাসন থেকে মুক্তি চায়।’ এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবিলম্বে সব দলকে নিয়ে সংলাপে বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতিত্ব করেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

/এমডিপি/এমপি/