শেরপুরে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সাবেক মেয়রের মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচন২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান।
৩০ নভেম্বর বুধবার দুপুরে আওয়ামী লীগের একাধিক নেতা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক ডা. এএম পারভেজ রহিমের কাছে মনোনয়পত্র দাখিল করেন তিনি।
এসময় সদর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুবুর রহমান মুনির চৌধুরী, নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা মোখলেছুর রহমান রিপন, ঝিনাইগাতি উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশাসহ জেলার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা পরিষদের চেয়ারম্যান পদে শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদ মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেয়া হয়েছে জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে।

/এইচকে/