ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর কুবি ক্যাম্পাস

কুমিল্লা-বিশ্ববিদ্যালয়আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার থেকে শুরু হচ্ছে কুবির ভর্তি পরীক্ষা।

নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে পাল্টে গেছে বিশ্ববিদ্যালয়ের চেহারা। নতুনদের স্বাগত জানাতে ক্যাম্পাসের সব স্থাপনাই নতুন রূপ নিয়েছে। একাডেমিক ভবন, হল চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরিতে লেগেছে নতুন রঙের ছোঁয়া।ক্যাম্পাসের প্রতিটা স্থানে ঝোপঝাড় কেটে ও পরিষ্কার করে নতুনত্ব আনা হয়েছে।এরই মধ্যে দূর-দুরান্ত থেকে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। এছাড়াও পরীক্ষার দিনগুলোতে র‌্যাব-পুলিশের পাশাপাশি ক্যাম্পাসসহ কুমিল্লা শহরের সব কেন্দ্রে থাকছেন বিএনসিসি ও রোভার স্কাউটের  সদস্যরাও। পরীক্ষা চলাকালীন যেকোনও ধরনের অপরাধ দমনে মনিটরিং করবে দুটি ভ্রাম্যমাণ আদালত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিচ্ছুদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। ক্যাম্পাসের প্রধান ফটক এবং কেন্দ্র্রগুলোর আশেপাশে পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্র সংগঠনগুলোর মিছিল করতে চাইলে প্রশাসনের অনুমতি লাগবে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল ও সভা-সমাবেশ করতে চাইলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএনএইচ/