X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’

নড়াইল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ০১:২১আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০১:২১

এবার ‘সুলতান পদক’ পেয়েছেন চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ১৫ দিনব্যাপী সুলতান মেলার সমাপনী অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান।

অনুভূতি ব্যক্ত করে নাসিম আহমেদ নাদভী বলেন, যেকোনও প্রাপ্তি ব্যক্তিকে আরও সমৃদ্ধ করে। ‘সুলতান পদক’ পেয়ে আমি গর্বিত ও ধন্য। এটি আমার জীবনের পরম পাওয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেন, বাংলার ঐতিহ্যকে চিত্রশিল্পের মাধ্যমে সারা বিশ্বে তুলে ধরেছেন বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। তার অঙ্কিত চিত্রে গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে। শিল্পী সুলতান সামনে থেকে নেতৃত্ব দিয়ে এ দেশকে এগিয়ে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, নড়াইল সংস্কৃতি, সাহিত্য ও শিল্পে সমৃদ্ধ। এ জেলায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান, শিল্পী উদয় শংকর, রবিশংকর, প্রখ্যাত সাহিত্যিক নীহার রঞ্জন গুপ্ত, কবিয়াল বিজয় সরকার, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাসহ অসংখ্য গুণী মানুষের জন্ম। এস এম সুলতানের বাড়িসহ বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কারের মধ্য দিয়ে সংরক্ষণ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করা হবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাজি বিন মুর্তজা, বিশেষ অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক মো. রেজাউল হাসেম।

গত ১৫ এপ্রিল থেকে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মঞ্চ চত্বরে এ মেলা শুরু হয়।

উল্লেখ্য, নাসিম আহমেদ নাদভী ১৯৫৪ সালের ১ মার্চ ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে বিএফএ পাস করেন। ১৯৮২ সালে ভারতের গুজরাটের দি মহারাজা সায়াজী রাও ইউনিভার্সিটি অব বরোদা থেকে এমএফএ সম্পন্ন করেন।

/এনএআর/
সম্পর্কিত
নববর্ষে কাতল মাছের মেলা, ক্রেতাদের ভিড়
ঈদ আনন্দ উৎসবে মিষ্টিমুখ করাবে ডিএনসিসি, থাকছে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
তামিমকে নিয়ে মাশরাফির পোস্ট, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি’
সর্বশেষ খবর
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
পাকিস্তানে মিসাইল ছুড়লো ভারত, নিহত ৩
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
মায়ের কাছ থেকে ছিনিয়ে মেয়েকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
সাত গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
হত্যা মামলায় কারাগারে এনসিপি নেতা, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ