আমি সরকার ও ইসির প্রতি আস্থা রাখতে চাই: সাখাওয়াত


নাসিক নির্বাচনে ধানের শীষ প্রতীক গ্রহণ করছেন সাখাওয়াত হোসেন খান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিটি করপোরেশনের সরকারি কর্মচারী ও চাকরিজীবীরা নৌকা প্রতীক নিয়ে মিছিল করেছে। এছাড়া সরকার দলীয় প্রার্থী প্রতিনিয়ত আইন লঙ্ঘন করছেন।
সোমবার বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে স্থাপিত  রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে ধানের শীষ প্রতীক গ্রহণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত বলেন, ‘এত কিছুর পরেও আমি নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আস্থা রাখতে চাই। আমি আশা করি, বিগত দিনের মতো এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না নির্বাচন কমিশন। এ নির্বাচনে মানুষ ভোট দিয়ে তাদের অধিকার আদায় করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এ নির্বাচনের মাধ্যমে আমরা সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাচ্ছি।’

তিনি বলেন, ‘ধানের শীষ হলো গণতন্ত্রের প্রতীক, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আমি আশা করি মানুষ ভোট দিতে পারলে আগামী ২২ ডিসেম্বর ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।’

এসময় সাখাওয়াতের সঙ্গে ছিলেন সাবেক দুই এমপি গিয়াসউদ্দিন ও আবুল কালাম, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি এটিএম কামাল।

/এমডিপি/টিএন/

আরও পড়ুন: নৌকা পেয়ে প্রধানমন্ত্রীকে আইভীর কৃতজ্ঞতা