দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজারকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাংলাদেশি দুই জেলেকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে মো. নাজির হোসেন ভুলু (৪২) ও সৈয়দ আলীর ছেলে আব্দুস শুক্কুর (৩৯)। আজ বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে নাফ নদীর হোয়াইক্যংয়ের লম্বাবিল পয়েন্ট থেকে তাদের মিয়ানমারে ধরে নিয়ে যাওয়া হয়। জেলেদের স্বজনরা এ কথা জানিয়েছেন।
বিজিবির টেকনাফস্থ ২নং অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি নিয়ে বিজিপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
জেলেদের স্বজনরা জানান, বুধবার ভোরে ওই দুই জেলে প্রতিদিনের মতো নাফ নদীতে মাছ শিকার করতে যান। মাছ শিকার করার সময় দুপুরে দিকে বিজিপির একটি টহল বোট কাছে এসে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নৌকাটি টেনে নিয়ে যায়।
অপহৃত শুক্কুরের ছোট ভাই আব্দুর রহিম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-মিয়ানমার জলসীমার কাছাকাছি এলাকায় মাছ শিকারের সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনা টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ান বরাবর লিখিতভাবে জানানো হচ্ছে।’
বিজিবির টেকনাফস্থ ২নং অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু অপহৃত জেলে পরিবারের পক্ষে থেকে এখনও ঘটনাটি লিখিতভাবে অবহিত করা হয়নি। তারপরও বিজিপির সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হচ্ছে।’
বিজিবির টেকনাফস্থ ২নং অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি শুনেছি। কিন্তু অপহৃত জেলে পরিবারের পক্ষে থেকে এখনও ঘটনাটি লিখিতভাবে অবহিত করা হয়নি। তারপরও বিজিপির সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হচ্ছে।’

/টিআর/