রাসিক এলাকায় রবিবার অর্ধদিবস হরতাল

হরতালবর্ধিত হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিলের দাবিতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় রবিবার (১১ ডিসেম্বর) অর্ধদিবস হরতাল কর্মসূচি পালিত হবে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। ৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছিল পরিষদ।
হরতাল পালন প্রসঙ্গে রাজশাহীর নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হক বলেন, ‘সঙ্গতিবিহীনভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘদিন ধরে রাজশাহীবাসী আন্দোলন করে আসছে। কিন্তু সিটি করপোরেশন কর্তৃপক্ষ ট্যাক্স আদায়ে অনড় রয়েছে। তাই বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি বাতিল ও সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে রাসিক এলাকায় রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করা হবে।’
হরতাল সফল করার জন্য রাজশাহী নগরীর সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান এনামুল হক। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, দমকলের গাড়ি ও ওষুধবাহী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
রাজশাহী বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। তারা গত ২৬ নভেম্বর একই দাবিতে নগরীর সাহেব বাজারে মানববন্ধন করে সিটি করপোরেশনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিল। তাদের দাবি না মানায় ৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেয় এই পরিষদ।

 

/টিআর/