খাগড়াছড়িতে চাঁদার দাবিতে বিআরটিসির ট্রাকে ভাঙচুর

খাগড়াছড়িচাঁদার দাবিতে খাগড়াছড়িতে বিআরটিসির দুটি ট্রাক ভাঙচুর করেছে এক দল যুবক।
শনিবার দুপুরে খাগড়াছড়ি সদরের চারমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ট্রাকের চালক  জামাল উদ্দিন জানান, ‘দিঘীনালা উপজেলা থেকে খাগড়াছড়ি সদরে ফেরার পথে চারমাইল এলাকায় পৌঁছলে ৮/১০ জন পাহাড়ি যুবক গাড়ির গতিরোধ করে। তারা নিজেদের ইউপিডিএফ-এর কর্মী উল্লেখ করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। ট্রাক দুটো সরকারি উল্লেখ করে আমরা চাঁদা দিতে অস্বীকার করায়, তারা পাথর ও ইট ছুড়ে ট্রাকের সামনের গ্লাস ভেঙে দেয়।’
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এই ঘটনায় বিআরটিসির ট্রাকের চালক  জামাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় জ্ঞাত ও অজ্ঞাতনামা আসামিদের বিরূদ্ধে মামলা করবেন।থানায় মামলা দায়েরের এবং আসামি গ্রেফতারের প্রস্তুতি চলছে।’

জেলা ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমার কাছে এ বিষয়ে জানতে চাইলে  চাঁদাবাজি ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন ।

এপিএইচ/
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর ভারত সফর: দর কষাকষি তিস্তা নিয়ে