বর্তমানে বঙ্গবন্ধুর আদর্শের আ.লীগ নেই: পংকজ ভট্টাচার্য

 

ঐক্য ন্যাপের জেলা সম্মেলনে অতিথিরাবর্তমানে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ নেই। তারা আজ মোস্তাকের আওয়ামী লীগের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্রাচার্য।

শুক্রবার বিকেলে বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত ঐক্য ন্যাপের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘১৯৭১ সালে পরাজিত জামায়াত-শিবির চক্র যেমন বিএনপির মধ্যে জায়গা করে নিয়েছে, তেমনি আওয়ামী লীগকে আবরুদ্ব করে রেখেছে শোস্তাকের আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে পুলিশের সিপাহী নিয়োগে সাত লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে। তারা চাকরিতে গিয়ে জনগণের সেবা করবে নাকি ডাকাতি করবে।’

ঐক্য ন্যাপের সভাপতি বলেন, ‘দেশে প্রবৃদ্বি,সমৃদ্ধিসহ গড় আয়ু বেড়েছে। তবে গরীব মানুষ, কৃষক ও শ্রমিকের জীবনযাত্রার মান বাড়েনি। দেশে শিল্পায়নের নামে আদিবাসীদের জমি দখল করে নেওয়া হচ্ছে। যার বড় প্রমাণ নাসিরনগরে হিন্দুরের বাড়ি ও মন্দিরে হামলা ও লুটপাট।’

তিনি আরও বলেন, ‘দেশে শিক্ষার হার বেড়েছে তবে বাড়েনি শিক্ষার মান। আজকে দেশে সংখালঘু মানুষের জীবনের কোনও গ্যারান্টি নেই।’

ঐক্য ন্যাপের জেলা সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এস এম সবুর, শামসুল আলম জুলফিকার, জেলা সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, খলিলুর রহমান, নুরুল আমিন প্রমুখ।

/এসএনএইচ/