হরিণ শিকারের চেষ্টা: আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তি আটক

আটক
মৌলভীবাজারের জুড়ীতে রাঘনা বন বিটে হরিণ শিকারের সময় আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন বিভাগ।
জুড়ী থানার ওসি জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ আটক ব্যক্তিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।’
গ্রেফতারকৃতরা হলেন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের আব্দুর রউফ (৫৫) ও হাছন আলী (৪৫)।
মামলার এজাহার ও বন বিভাগ সূত্রে জানা গেছে, রউফ ও হাছন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জুড়ীর রাঘনা বটুলী বিটের সংরক্ষিত ধলাইছড়া বাঁশমহালে হরিণ শিকারের চেষ্টা চালান। টের পেয়ে বন বিভাগের টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে আটক করে।এ সময় তাদের সঙ্গে একটি একনলা বন্দুক ও পাঁচটি তাজা গুলি পাওয়া যায়। পরে তাদেরকে  পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রাঘনা বটুলী বিটের বিট কর্মকর্তা নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার দুপুরে তিনি বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।
এপিএইচ/
আরও পড়ুন: নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ অভিযান