মানিকগঞ্জে ব্রিটিশ টাওয়ার হ্যামলেটসের স্পিকার


টাওয়ার হ্যামলেটসের স্পিকার খালেস উদ্দিন আহমেদকে সম্মাননা প্রদানমানিকগঞ্জের মাদার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন ব্রিটিশ ফার্স্ট সিটিজেন অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার বাংলাদেশি বংশোদ্ভুত খালেস উদ্দিন আহমেদ।
এই উপলক্ষে শনিবার দুপুরে রাওয়ান বিন রমজান ক্যাডেট স্কুল মিলনায়তনে মাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা রমজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফার্স্ট সিটিজেন অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার খালেস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র  রমজান আলী, মাদার ফাউন্ডেশনের লন্ডন শাখার ভাইস প্রেসিডেন্ট মাছুদুল ইসলাম রুহুল, সিনিয়র সহ-সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি খালেস উদ্দিন আহমেদ বলেন, ‘যে কোনও দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন বাড়াতে হবে। প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশ গ্রহণ নিশ্চিত করলে সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়।’
তিনি বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের রশনারা আলী, টিউলিপ সিদ্দিকী ও রূপা হক এই তিন নারী এমপি রয়েছেন। এটি নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য বড় গৌরব।’ মাদার ফাউন্ডেশনকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

এপিএইচ/

আরও পড়ুন: ইসলামী ব্যাংকে আরও দুই নতুন পরিচালক