ফুলবাড়ীতে কৃষকদের মানববন্ধন

ফুলবাড়ীতে কৃষকদের মানববন্ধনকুড়িগ্রামের ফুলবাড়ীতে স্থনীয় ভূমিদস্যূদের হাত থেকে বাঁচার জন্য মানববন্ধন করেছেন উপজেলার প্রায় পাঁচশ কৃষক। কৃষকদের না জানিয়েই তাদের জমিতে সৌর বিদ্যুতের প্ল্যান্ট বসিয়ে জমি দখলের প্রচেষ্টার প্রতিবাদে তারা আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে এই মানববন্ধন করেন।
মানববন্ধন অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন, ভূমিদস্যুরা উপজেলার পশ্চিম ধনিরাম গ্রামের প্রকৃত জমির মালিকদেরকে না জানিয়েই সৌর বিদ্যুতের প্ল্যান্ট বসানোর চেষ্টা চালাচ্ছে। এতে কৃষকরা ক্ষতির মুখে পড়বেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা নিজেদের দুর্দশার চিত্র তুলে ধরেন সবার সামনে। কৃষকদের এই কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল রহমান, মুক্তিযোদ্ধা তালেব আলী প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উঁরায়ের কাছে স্মারক লিপি দেন ভুক্তভোগী কৃষকরা।

আরও পড়ুন-

কুড়িগ্রামে তীব্র ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত

/টিআর/