চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে র‌্যালিচাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় গ্রীনভিউ উচ্চবিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্যােুন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আব্দুল হালিম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খাঁন। এসময় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ‘ভিশন ২০২১’কে সামনে রেখে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে। তারই অংশ হিসেবে এই ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪১টি স্টল রয়েছে বলে জানানো হয়।
এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিকাল সাড়ে ৩টায় র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গ্রীনভিউ উচ্চবিদ্যালয় মাঠে পৌঁছায়।

আরও পড়ুন-

নানা আয়োজনে বরিশালে শহীদ আসাদকে স্মরণ

'আগামীতে জেলা পরিষদই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু'

/টিআর/