অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন তারা

Rajshahi Rajpara Thana Atmosomorpon And Purnobason Sova Photo 20.01 (4)

অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে স্বাভাবিক জীবনে ফিরলেন রাজশাহী নগরীর গুড়িপাড়ার ৫৩ জন মাদক ব্যবসায়ী। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় রাজশাহী মহানগর পুলিশ।

এ উপলক্ষে শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে রাজশাহী মহানগরীর গুলজারবাগ উচ্চ বিদ্যালয় মাঠে ওই ৫৩ জনের পুনর্বাসন সংক্রান্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজন করে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘সবার পুনর্বাসনের প্রয়োজন নেই। যারা নিতান্তই গরিব তাদের পুনর্বাসন করা হবে। বাকিরা আজ থেকে অন্য পেশায় মন দেবেন। কেউ মাদক ব্যবসা করবেন না।’

Rajshahi Rajpara Thana Atmosomorpon And Purnobason Sova Photo 20.01 (1)

তিনি আরও বলেন, ‘এই এলাকায় কে কে মাদক ব্যবসা করেন তার নাম আমাদের কাছে আছে। কে কে ছেড়েছেন তাও আমরা দেখলাম। বাকিদের ধরা হবে। এখনও সময় আছে, মাদক ব্যবসা ছেড়ে ভালো হয়ে যান। আজ যারা মাদক ব্যবসা ছাড়লেন এবং যার যার নামে মামলা আছে। তাদের কথা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে জানানো হবে। আদালত তাদের কথা বিবেচনাও করতে পারেন।’

পুলিশ কমিশনার বলেন, ‘যারা মাদক ব্যবসা ছাড়লেন তারা অবশ্যই ভালো কাজ করলেন। তাদের মাথা এখন থেকে উঁচু থাকবে। কেউ আপনাদের ঘৃণা করবেন না। আজকের পর যদি এদের মধ্যে থেকে কেউ মাদক ব্যবসায় আবার জড়ালে আমাদের জানাবেন, ব্যবস্থা নেবো।’

Rajshahi Rajpara Thana Atmosomorpon And Purnobason Sova Photo 20.01 (2)

অনুষ্ঠানে রাজপাড়া থানার গুড়িপাড়া এলাকার ৫৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী পুলিশ কমিশনার বরাবর আত্মসমর্পণ করেন। এদের মধ্যে ১৫ জনকে পুনর্বাসন করা হয়। এদের মধ্যে ৩ জনকে সেলাই মেশিন, একজনকে ভ্যানগাড়ি, একজনকে দোকানঘর ও ১০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।

Rajshahi Rajpara Thana Atmosomorpon And Purnobason Sova Photo 20.01 (3)

মাদক ব্যবসা ছেড়ে দেওয়া হোসনে আরা বেগম (৪০) বলেন, ‘কুকুরের দাম আছে কিন্তু আমাদের কোনও দাম নেই। তাই মাদক ব্যবসা ছেড়ে দিলাম। সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না মাদক ব্যবসা করলে। আত্মীয়-স্বজন কেউ বাসায় আসে না। সবাই ঘৃণা করে।’

/এসটি/