কালীগঞ্জে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

Kaligonj, Jhenaidah Cold disease & Dead Pic-1ঝিনাইদহের কালীগঞ্জে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রতন নামের ৯ মাসের এক শিশু এসপ্রেশান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এছাড়া একই গত কয়েক দিনের ব্যবধানে ৯ জন শিশুকে ভর্তি করা হয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। এসব শিশুরা নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়াসহ বিভিন্ন রোগে ভুগছে।

হাসপাতালের ডাক্তার অরুন কুমার দাস জানান, ‘গত শনিবার কোলা বাগডাঙ্গা গ্রামের শিমুল মণ্ডলের ৯ মাসের যমজ দুই ছেলে রতন ও মানিকসহ ৯ জন শিশুকে ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রতন মারা যায়। আর অসুস্থ মানিকসহ অন্যান্য শিশুরা কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, ‘রোটা ভাইরাজের কারণে শীতের সময় শিশুরা ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়। এবার নিউমোনিয়া রোগ খুব একটা নেই, তবে ডায়রিয়া বেশি হচ্ছে। কোল্ড ডায়রিয়া হলে ৩/৪ দিন থাকে। খাওয়ার সেলাইন খেলেই ভালো হয়ে যায়। প্রতিদিনই কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২/৪ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।’

/এসএনএইচ/