নরসিংদীতে পরিবহন শ্রমিককে গুলি করে হত্যা

নরসিংদীনরসিংদীতে আল আমিন (২২) নামে এক পরিবহন শ্রমিককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বাংলা ট্রিবিউনকে এ খবর জানিয়েছেন।
নিহত আল আমিন শহরের মধ্য কাউরিয়াপাড়া মহল্লার ঈমান আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে যান আল আমিন। কিছুক্ষণ পরই তার পরিবারের কাছে খবর আসে, দুর্বৃত্তরা আল আমিনকে কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে গেছে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা নরসিংদী সদর হাসপাতালে গিয়ে আল আমিনের মৃতদেহ দেখতে পান।
তবে কী কারণে এবং কোন জায়গায় এ হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি নরসিংদী মডেল থানার ওসি। তিনি বলেন, ‘নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আল আমিনের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি গোলাম মোস্তাফা।’
আল আমিনের ভগ্নিপতি জালাল মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই সপ্তাহ আগেও দুর্বৃত্তরা নরসিংদী নতুন বাসস্ট্যান্ড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে কুপিয়ে আহত করেছিল।’
আরও পড়ুন-

চকরিয়ায় ৭ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় ৪ পুলিশ হত্যা মামলায় প্রভাষক ইউসুফ আলী ফের গ্রেফতার



/টিআর/এমএনএইচ/