X
সোমবার, ১৭ জুন ২০২৪
৩ আষাঢ় ১৪৩১

সাতক্ষীরায় চলছে ঘূর্ণিঝড় রিমালের তীব্র তাণ্ডব

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ মে ২০২৪, ০২:৩৪আপডেট : ২৭ মে ২০২৪, ০৪:৪৪

ঘূর্ণিঝড় রিমাল এখন তাণ্ডব চালাচ্ছে সাতক্ষীরা জেলায়। এর কারণে জেলাটিতে এখন প্রচণ্ড বাতাসের সঙ্গে ঝড়বৃষ্টি হচ্ছে। ঝড়ে ভেঙে পড়ছে গাছপালা। এতই ঝড়বৃষ্টি হচ্ছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানা গেছে।

রবিবার (২৬ মে) রাত ২টার দিকে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি এখন সাতক্ষীরায় অবস্থান করছে এবং এখানেই তাণ্ডব চালাচ্ছে। এখন জেলায় ‌৭০ কিলোমিটার বাতাসের গতিতে ঝড়বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এই জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

একই আবহাওয়াবিদ রাত ১০টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘সাতক্ষীরা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়। উপকূল প্লাবিত হয়েছে। প্রবল ঢেউ আছড়ে পড়ছে বেড়িবাঁধের ওপর। বাঁধের কিছু অংশ ধসে পানি ঢুকেছে আশপাশের গ্রামগুলোতে। এটি সাতক্ষীরা থেকে ৮০-৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ১০ কিলোমিটার গতিতে উপকূলের দিকে আসছে। কেন্দ্রের ৬২ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার। এর ফলে উপকূলে ৮-১২ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এ জন্য সাতক্ষীরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঝরে পড়ছে আম

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘূর্ণিঝড় আঘাত হানায় বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনির বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, সাতক্ষীরা উপকূলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৩০টিরও অধিক পয়েন্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন বলেন, ‘৩৮০ কিলোমিটার বাঁধের মধ্যে তিন কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ইতোমধ্যে বাঁধের কয়েকটি পয়েন্ট মেরামত করা হয়েছে। এছাড়া যদি বাঁধে ভাঙন দেখা দেয়, সেক্ষেত্রে মেরামতের জন্য জিওব্যাগ মজুত রাখা হয়েছে।’

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
এখনও তাজা রিমালের ক্ষত, ঈদ আনন্দ ছোঁবে না তাদের
৩০ বছর এক স্কুলে, অবসরের দিন ঘোড়ার গাড়িতে বাড়ি গেলে শিক্ষক
অবশেষে বদলি হলেন সাতক্ষীরা পৌরসভার সেই সিইও
সর্বশেষ খবর
মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
ঈদের মোনাজাতমর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গাদের
হাতের যত্নে একটু সময়
হাতের যত্নে একটু সময়
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের মহড়া
ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল
ওবায়দুল কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: শান্তি সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় যা বললো সুইজারল্যান্ড
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
জাপান যাওয়ার পথে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিমান ভেঙে পড়েছে
ছাগলেই স্বস্তি!
ছাগলেই স্বস্তি!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
ঈদের ৫ ছবি: ১২৯ প্রেক্ষাগৃহে ‘তুফান’, ৩৫টিতে বাকি ৪!
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ