পিরোজপুরে কলেজছাত্রীর ওপর হামলাকারী বখাটে কারাগারে

পিরোজপুরপিরোজপুরের কাউখালীতে কলেজছাত্রীর ওপর হামলাকারী বখাটে রাজু শেখকে গ্রেফতারের পর শনিবার কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার  কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাজু ওই ছাত্রীর ওপর হামলা চালায়। ওই ছাত্রী এখন বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, কাউখালী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী কাউখালী সদরের দাসেরকাঠী গ্রামের আব্দুল মান্নান খানের মেয়ে। একই গ্রামের রাজু শেখ ওই ছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো। ওই ছাত্রী এর প্রতিবাদ এবং কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। এর জের ধরে বুধবার কলেজ শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে বখাটে রাজু শেখ পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ওই ছাত্রীর ওপর হামলার ঘটনায় তার বাবা আব্দুল মান্নান খান বাদী হয়ে শুক্রবার কাউখালী থানায় রাজুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। বখাটে রাজু শেখকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/এপিএইচ/

আরও পড়ুন: সুরঞ্জিতের শারীরিক অবস্থার অবনতি