হাতিয়ায় ৪০ জেলে উদ্ধার, ১৫ জলদস্যু আটক

নোয়াখালীনোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে অপহৃত ৪০ মাঝি ও জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় অস্ত্রসহ ১৫ জলদস্যুকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত অভিযান চলছিল। আটককৃত দস্যু ও উদ্ধারকৃত জেলেদের নাম পরিচয় জানা যায়নি।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. বোরহান জানান, দুইদিন আগে মনপুরার কুতুবদিয়া থেকে ৩টি ট্রলারসহ ২০ জন মাঝি ও হাতিয়ার বিভিন্ন চর থেকে ২০ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। খবর পেয়ে বৃহস্পতিবার মেঘনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় চর গাঙগি এলাকা থেকে অপহৃত জেলে ও জলদস্যুদের আটক করা হয়। এসময় দস্যুদের কাছ থেকে ৪টি রামদা, ২টি বগিদা ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, অভিযানের সময় ৮টি আগ্নেয়াস্ত্র নদীতে ফেলে দেয় দস্যুরা। সেগুলো উদ্ধারের জন্য শুক্রবার সকাল থেকে অভিযান চালানো হচ্ছে। 

/এফএস/

আরও পড়ুন-



নির্বাচন কমিশনের প্রথম সফর বাঘাইছড়িতে