প্রতি জেলায় রাজস্ব ভবন স্থাপন করা হবে: নজিবুর রহমান

IMG_20170217_200725বর্তমান সরকার দেশের প্রতি জেলায় একটি করে রাজস্ব ভবন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত রাজস্ব সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ সংলাপের আয়োজন করে।

মো. নজিবুর রহমানবলেন, ‘বিগত সময়ে পৃথিবীতে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ছিলো আলোচ্য বিষয়, বর্তমানে আলোচ্য বিষয় হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে এখন আর বৈদেশিক সাহায্য ঋণ অনুদানের ওপর নির্ভর করতে হয় না। তাই দেশের অর্থনীতি আরও গতিশীল করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরিসংখ্যানে দেখা গেছে, মানুষ উপযুক্ত পরিবেশ পেলে কর প্রদান করতে আগ্রহী। উন্নয়ন রাজস্ব হচ্ছে উন্নয়নের অক্সিজেন। বর্তমান সরকার প্রতিটি জেলায় একটি করে রাজস্ব ভবন স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে রাজস্ব আয়ের যাবতীয় কর্মকান্ড অন লাইনে সম্পাদন করা হবে। এছাড়া ভ্যাট প্রদানে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে ইলেকট্রনিক্স ক্যাশ রেজিস্টারের পরিবর্তে ফোর্থ জেনারেশনেরে ইএফডি মেশিন চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে সুনামগঞ্জের শুল্ক স্টেশন গুলোর বিদ্যমান সমস্যা দূর করা হবে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সুনামগঞ্জে পূর্ণাঙ্গ শুল্ক স্টেশন চালু হলে কাস্টমস, ইমিগ্রেশনসহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। চলতি বছরের মধ্যে ভারতের সঙ্গে আলোচনা সাপেক্ষে ডলুরা শুল্ক চালু করা হবে।’

সংলাপে আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজুলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পারভেজ ইকবাল, লোকমান চৌধুরী, সুলতান মোহাম্মদ ইকবাল, রেজাউল হাসান,বেলাল উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সুনামগঞ্জ ২৮ বর্ডার ব্যাটলিয়নের সিও লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি, সুনামগঞ্জ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সজীব রঞ্জন দাস প্রমুখ।

/এসএনএইচ/