নীলফামারীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত

নীলফামারী

জেলার ছয় উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারি) রাতে ই-মেইল ও ফ্যাক্সযোগে পাঠানো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান ফারুকীর স্বাক্ষরিত এই আদেশের কপি সংশ্লিষ্ট উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও সদস্য সচিব বরাবর পাঠানো হয়েছে।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।

এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক বলেন, এই আদেশ পাওয়ার আগে নীলফামারী সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছিল। শনিবার সৈয়দপুর উপজেলার যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল। এ আদেশ পাওয়ার পর এ কার্যক্রম স্থগিত করা হয়।

যাচাই-বাছাই কমিটির সদর উপজেলার সদস্য সচিব ও নির্বাহী কর্মকর্তা শেখ বেলায়েত হোসেন, ডোমারের সদস্য সচিব ও  নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, ডিমলার সদস্য সচিব ও নির্বাহী কর্মকর্তা বেজাউল করিম, জলঢাকার সদস্য সচিব ও নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান এবং কিশোরীগঞ্জ উপজেলার সদস্য সচিব ও  নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান উক্ত স্থগিত আদেশ পাওয়ার কথা নিশ্চিত করেন।

 

/এসটি/