এক বছর পর দেশে ফিরলেন ৪ বাংলাদেশি

benapole travel picture copy

এক বছর পর ৪ বাংলাদেশি নাগরিককে বেনাপোল স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। তারা হলেন, ফেনির মোয়াজ্জেম হোসেন (২৪), খুলনার শহীদ শেখ (৫৭), কুমিল্লার মিনহাজুল ইসলাম (২৪) ও নোয়াখালীর মইনুদ্দীন (২১)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার টার দিকে তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।

এক বছর আগে ভালো কাজের আশায় অবৈধ পথে ভারত গিয়ে দিল্লি বিমানবন্দর এলাকায় পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠায়। পরে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনরে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহমেদ জানান, ফেরত আসা বাংলাদেশি ৪ নাগরিককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে  বুঝিয়ে দেওয়া হবে। 

 

/এসটি/