বরিশালে দুর্নীতি প্রতিরোধে ১২শ শিক্ষার্থীর শপথ

বরিশালদুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ তৈরির লক্ষ্যে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এছাড়া, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) এসব কর্মসূচি পালিত হয়।
শুক্রবার বরিশাল জিলা স্কুল মাঠে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থী দুদকের এই দুর্নীতিবিরোধী শপথ পাঠে অংশ নেয়। জিলা স্কুলের মাঠে শপথ বাক্য পাঠ করান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম।
পরে বরিশাল সদর রোডে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সব শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশালে দুদকের পরিচালক মো. আক্তার হোসেন, বরিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ। বক্তারা দুর্নীতি দমন ও প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দুদকের বিভাগীয় পরিচালক আকতার হোসেন তাদের গৃহীত কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্যই দুদক এই শপথ ও মানববন্ধনের আয়োজন করেছে।’

আরও পড়ুন-

থানা থেকে আসামির পলায়ন, কনস্টেবল বরখাস্ত

সেন্টমার্টিনে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক


/টিআর/