শেবাচিম ডক্টর্স হোস্টেলে বহিরাগত আটক

শেবাচিমবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালের ডা. নূর নবী ইন্টার্নি ডক্টর্স হোস্টেলে শনিবার বহিরাগত উচেছদ অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এসময় হোস্টেল থেকে এক বহিরাগত আটক, একটি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জমা জব্দ করা হয়।
ইন্টর্নি ডাক্তাররা জানিয়েছেন,স্থানীয় কতিপয় ব্যক্তি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে হোস্টেলের চতুর্থ তলার বেশ কয়েকটি কক্ষ দখল করে রেখেছিল। সেখানে তারা মাদক সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, মাদকদ্রব্য বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল।
শেবাচি কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা, ও হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানতে পেরে শনিবার দুপুর ২টায় হোস্টেলে অভিযানে নামে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা ৪০৮,৪০৮.৪০৯ নাম্বার কক্ষ তাল্লাশী করে সেখান থেকে আলমগীর নামে এক বহিরাগতকে আটক করে। জব্দ করে ধারালো অস্ত্র ও মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম।’
আটক আলমগীর জানিয়েছেন, তার এক পরিচিত ব্যক্তির সুপারিশে তিনি গত ৪/৫দিন যাবত এই হোস্টেলে  বসবাস করছেন।
এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি পুলিশের সাব-ইন্সপেক্টর স্বপন কুমার ।

/এপিএইচ/