শৈলকুপায় ৩০ হাজার গাছের চারা পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

পুড়ে যাওয়া নার্সারিঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই কৃষকের দুই বিঘা জমিতে স্থাপন করা চারটি নার্সারি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ দুই কৃষক সম্পর্কে আপন ভাই। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম সরওয়ার ও তার ভাই শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, দু’জনে মিলে চন্ডিপুর গ্রামের মাঠে নার্সারি স্থাপন করে গাছের চারা তৈরি করে আসছিলেন।

জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বৃহস্পতিবার ভোরে তাদের চারটি নার্সারিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ দুই ভাইয়ের। এতে প্রায় ৩০ হাজার মেহগণি গাছের চারা পুড়ে গেছে বলেও জানান তারা।

এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কৃষক শরিফুল ইসলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন। তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/জেএইচ/