খুলনা জেলা কারাগারে রেড এলার্ট

খুলনা জেলা কারাগারে রেড এলার্ট

খুলনা জেলা কারাগারে রেড এলার্ট জারি করে প্রধান ফটক, কর্মকর্তাদের বাসভবন ও কালেক্টরেট ভবনের পাশে অস্ত্রধারী কারারক্ষী মোতায়েন করা হয়েছে। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের ভেতরে অবস্থিত র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৪টা থেকে এ রেড এলার্ট জারি করা হয়েছে। খুলনার জেল সুপার মো. কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

জেল সুপার মো. কামরুল ইসলাম বলেন, ‘খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতান জেলা কারাগারে রেড এলার্ট জারির জন্য জেল সুপারের কাছে ক্ষুদেবার্তা পাঠান। এরপরই প্রধান ফটক (আরপি গেট) এবং জেল সুপার ও জেলারের বাসভবনের সামনে অস্ত্রধারী কারারক্ষীদের বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, নির্দেশনা পেয়ে ১৬৯জন কারারক্ষী নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এছাড়া অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে কেএমপি’র সহায়তা চাওয়া হবে। আজ (শুক্রবার) কারাগারে বন্দিসংখ্যা ১ হাজার ৪২৬ জন।

/এমএ/