সাতক্ষীরায় এখনও নজরদারিতে ‘রাজাকার’

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এম আবদুল্লাহিল বাকীকে নিজ বাড়িতে নজরদারিতে রেখেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) বিকাল থেকে সদর উপজেলার বুলারাটি গ্রামের বাড়িতে শনিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে নজরদারিতে রাখা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফিরোজ হোসেন মোল্লা জানান, কিছুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতক্ষীরার তিন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেন। এর মধ্যে একজন আবদুল্লাহিল বাকী। অসুস্থ থাকায় নিজ বাড়িতে তাকে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, বাকির বয়স ১০০ বছরের মতো। শারিরীকভাবে অসুস্থ থাকায় সর্তকতার সাথে তাকে রবিবার (১৯ মার্চ)  ঢাকায় পাঠানো হবে। তার বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

/এমএ/