জোর করে ভোট আদায়ের দিন শেষ: দীপু মনি

ডা. দীপু মনি

জোর করে ভোট আদায়ের দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘নিজেদের মধ্যে বিভেদ থাকলে তা মিটিয়ে ফেলে দলের জন্য কাজ করতে হবে। সামনে নির্বাচন আসছে, দল সুসংগঠিত আছে। এখন দরকার, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা।’

বুধবার (২২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘এখন নিজেদের ঘরকে আরও গোছাতে হবে। সেজন্য একযোগে কাজ করতে হবে। এতে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য সামছুদ্দিন আহমেদসহ অনেকে।

/এমএ/