চবি শিক্ষার্থীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিহত শিক্ষার্থী আলাউদ্দিন আলাওল (ছবি: সংগৃহীত)চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদনগর এলাকার একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাউদ্দিন আলাওল (২৪) নামের এক শিক্ষার্থীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই বাসার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে ওই শিক্ষার্থীর বাবা শাহ আলম বায়েজিদ বোস্তামি থানায় এসে ছেলের মরদেহ শনাক্ত করেন। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, আলাউদ্দিন আলাওল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি হাটহাজারীর মদহাটের হেলাল চৌধুরীর বাড়ির নিবাসী শাহ আলমের বড় ছেলে। বুধবার বিকালে বাসা থেকে বের হন আলাউদ্দিন। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
বাড়ির মালিকের বরাত দিয়ে ওসি মহসিন জানান, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তিন তরুণ ও এক তরুণী বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার তলা বাড়িটির তিন তলার ফ্ল্যাট দেখতে যান। ফ্ল্যাট দেখার পর তা পছন্দ হয়েছে জানিয়ে তখনই বাসায় উঠবেন বলে জানান তারা। কিছুক্ষণ পর দুই তরুণ ও ওই তরুণী মালপত্র আনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে বাড়ির কেয়ারটেকার ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে গিয়ে টয়লেটে আলাওলের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ আলাওলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসাইন বলেন, ‘রাতে খবর পেয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। বাথরুমের কমোডে উপুড় অবস্থায় পাত-পা ও গলা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টার দিকে তার মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ওসি মো. মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে আলাওলের বাবা শাহ আলম ও ভাই সালাহউদ্দিন (১৮) এসে মরদেহ শনাক্ত করেন।’ এ ঘটনায় কারা জড়িত, তা জানতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
/বিএল/টিআর/