X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০২৪, ২১:৪৫আপডেট : ০৬ মে ২০২৪, ২১:৪৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ আয়োজিত পদযাত্রা, পতাকা উত্তোলন ও সমাবেশ কর্মসূচি চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। সোমবার (৬ মে) দুপুরে নগরীর চকবাজার থানাধীন মহসিন কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

চকবাজার থানা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে মহসিন কলেজ ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় মহসিন কলেজের বিএসএস ফাইনাল বর্ষের ছাত্র মফিজুর রহমান, বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র আরমান হোসাইন, চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ তাকিব, ২য় বর্ষের আরবিন আরমান, বিএসএস তৃতীয় বর্ষের সাইদুল ইসলাম, বিবিএস ২য় বর্ষের রিমন, নাফিস ও অন্তর এবং এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী শিহাব আহত হন। আহতদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পলাশ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা করা হয়। তবে অনুষ্ঠান শেষে কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে বহিরাগতদের বাগবিতণ্ডা হয়। এতে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এতে কলেজের কমপক্ষে ১০-১২ ছাত্র আহত হন। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সরোয়ার বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজে অনুষ্ঠান ছিল। এরপর একই দাবিতে সিআরবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আরেকটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিল। পরে গাড়ি ভাড়া করাকে কেন্দ্র করে তারা কলেজের বাইরে থাকা আরেকটি পক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

/এফআর/
সম্পর্কিত
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
উল্টা ও মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২০
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল