X
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
৩ ফাল্গুন ১৪৩১

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০২৪, ২১:৪৫আপডেট : ০৬ মে ২০২৪, ২১:৪৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগ আয়োজিত পদযাত্রা, পতাকা উত্তোলন ও সমাবেশ কর্মসূচি চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। সোমবার (৬ মে) দুপুরে নগরীর চকবাজার থানাধীন মহসিন কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

চকবাজার থানা ছাত্রলীগ কর্মীদের সঙ্গে মহসিন কলেজ ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় মহসিন কলেজের বিএসএস ফাইনাল বর্ষের ছাত্র মফিজুর রহমান, বিবিএস তৃতীয় বর্ষের ছাত্র আরমান হোসাইন, চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ তাকিব, ২য় বর্ষের আরবিন আরমান, বিএসএস তৃতীয় বর্ষের সাইদুল ইসলাম, বিবিএস ২য় বর্ষের রিমন, নাফিস ও অন্তর এবং এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী শিহাব আহত হন। আহতদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পলাশ বাংলা ট্রিবিউনকে বলেন, আজ কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা করা হয়। তবে অনুষ্ঠান শেষে কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে বহিরাগতদের বাগবিতণ্ডা হয়। এতে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এতে কলেজের কমপক্ষে ১০-১২ ছাত্র আহত হন। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সরোয়ার বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে মহসিন কলেজে অনুষ্ঠান ছিল। এরপর একই দাবিতে সিআরবিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আরেকটি অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে মহসিন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিল। পরে গাড়ি ভাড়া করাকে কেন্দ্র করে তারা কলেজের বাইরে থাকা আরেকটি পক্ষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। 

/এফআর/
সম্পর্কিত
ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর ‘অপমানজনক’ শার্ট পোড়ালো ফিলিস্তিনিরা
মাছ ধরা নৌকা ছিদ্র করা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট
আরও ফিলিস্তিনি শরণার্থী গ্রহণে আগ্রহী নয় জর্ডান
সর্বশেষ খবর
সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল
সিএনজি অটোরিকশার ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল
সাকিবকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস
সাকিবকে ছেড়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস
ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর ‘অপমানজনক’ শার্ট পোড়ালো ফিলিস্তিনিরা
ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর ‘অপমানজনক’ শার্ট পোড়ালো ফিলিস্তিনিরা
সমাধানের আশ্বাসে সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক
সমাধানের আশ্বাসে সড়ক ছেড়েছেন সিএনজিচালকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বাধিক পঠিত
কবি সোহেল হাসান গালিব কারাগারে
কবি সোহেল হাসান গালিব কারাগারে
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন
মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ
মোহাম্মদপুরের হাইক্কার খাল উদ্ধারের উদ্যোগ
ময়মনসিংহ মেডিক্যালে বিএনপিপন্থি চিকিৎসকদের গ্রুপিং, সমস্যা ‘বহিরাগতকে’ নিয়ে
ময়মনসিংহ মেডিক্যালে বিএনপিপন্থি চিকিৎসকদের গ্রুপিং, সমস্যা ‘বহিরাগতকে’ নিয়ে
ফুলের দোকানে ভাঙচুরের পর ঘুড়ি উৎসব স্থগিত
ফুলের দোকানে ভাঙচুরের পর ঘুড়ি উৎসব স্থগিত