বাগেরহাটে ট্রলারডুবি: আরও এক নারীর মৃতদেহ উদ্ধার

বাগেরহাটবাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় রিমা বেগম (২১) নামে আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে পানগুছি নদীর শ্রেণীখালী এলাকার চর থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

রিমা বেগম মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের নওয়াব আলী শেখের স্ত্রী।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল কবির জানান, শ্রেণীখালী এলাকায় নদীর চরে স্থানীয়রা ওই নারীর মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এরপর স্বজনরা রিমার মৃতদেহ শনাক্ত করে।

এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচ নারীর মৃতদেহ উদ্ধার করা হলো। এখনও অনেকে নিখোঁজ বলে জানিয়েছেন স্বজনরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সোয়া ১০টায় একটি খেয়া পারাপারের সময় মোরেলগঞ্জের পানগুছি নদীতে ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে যায়। স্থানীয়রা নদী থেকে অন্তত ৩০ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। ট্রলারটি যাত্রী নিয়ে ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে পুরাতন থানাঘাটের দিকে যাচ্ছিলো। পুলিশ, দমকল বিভাগ, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে নদীতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে ট্রলারডুবির ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোমিনুর রশিদকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

/বিএল/