X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট

বগুড়া প্রতিনিধি
০৮ মে ২০২৪, ১৯:২৬আপডেট : ০৮ মে ২০২৪, ১৯:২৬

বগুড়ার গাবতলীতে জাল ভোট দিতে সহযোগিতার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেন ও এক প্রার্থীর পোলিং এজেন্ট সাবেক ইউপি সদস্য এমদাদুল হককে আটক করেছে। তাদের কাছে নগদ ৫০ হাজার টাকা পাওয়া গেছে।

বুধবার (৮ মে) সকালে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে এমদাদুল হককে এক বছর কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রিটার্নিং অফিসার জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, আটক প্রিসাইডিং অফিসার শাহজাহান হোসেনের বিষয়ে নির্বাচন কমিশন বৃহস্পতিবার সিদ্ধান্ত দেবে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, পরিবর্তিত রিটার্নিং কর্মকর্তা আল আমিন, গাবতলী থানার ওসি আবুল কালাম আজাদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। প্রিসাইডিং কর্মকর্তা গাবতলী উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের উপ-সহকারী কর্মকর্তা শাহজাহান হোসেনের সহযোগিতায় মাঝপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে সাবেক ইউপি সদস্য এমদাদুল হক চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসেনা আকতারের পক্ষে জাল ভোট দিচ্ছিলেন।

তারা আরও জানান, টের পেয়ে পুলিশ কর্মকর্তারা সিল মারা এক হাজার ২০০ ব্যালটসহ প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেন ও রবিনের পোলিং এজেন্ট এমদাদুল হককে আটক করে। এর আগে বাক্সে ৩০০ সিল দেওয়া ব্যালট ফেলা হয়। এ ছাড়া ১২০টি ব্যালট নিখোঁজ হয়। খবর পেয়ে রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান ও সৈয়দ আবু সাইদ ঘটনাস্থলে আসেন। অপেক্ষমাণ তালিকায় থাকা সৈয়দ আহম্মদ কলেজের শিক্ষক আল আমিনকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনারস মার্কার পোলিং এজেন্ট এমদাদুল হককে এক বছর কারাদণ্ড দেন। এ ছাড়া নির্বাচন কমিশন বৃহস্পতিবার প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান হোসেনের সিদ্ধান্ত জানাবে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
দ্বিতীয় ধাপে আগ্রহ বাড়বে ভোটারের: ইসি আলমগীর
সর্বশেষ খবর
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ