নাটোরে স্কুলছাত্র হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড

আদালত

নাটোরে অনন্ত কুমার চক্রবর্তী নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় অপর দুইজনকে খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় দেন।

দণ্ডিতের নাম আশরাফুল ইসলাম। তিনি সদর উপজেলার হালসা গ্রামের নেকবর মুন্সির ছেলে।

আদালত  ও মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ মে সন্ধ্যায় হালা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনন্ত কুমার চক্রবর্তী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে। অপহরণকারীরা অনন্তর বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় পরদিন একই গ্রামের একটি পানের বরজের মধ্যে অনন্তর বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত অনন্তের বাবা আশরাফুলসহ কয়েকজনের নামে বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ আশরাফুলসহ একই গ্রামের আব্দুল্লাহ এবং শাহজাহানকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।

/টিএন/