বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও ৭ জনের মৃত্যু

দিনাজপুর

দিনাজপুরের যমুনা অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ২ জন এবং রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এবং রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মারুফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ড. মারুফুল ইসলাম জানান, আজ (রবিবার) সকালে শফিকুল ইসলাম (৪০), দুপুরে দুলাল (৩৫), বিকালে উদয় চন্দ্র (৩০), সন্ধ্যায় মুকুল রায় (৪০) ও মুন্না মিয়া (৩২) নামে দগ্ধ ৫ জন মারা যান। এ নিয়ে রমেক হাসপাতালে ৯ জনের মৃত্যু হল। আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

এসআই বাচ্চু মিয়ার বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের রিপোর্টার জানান, শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় মিলের ব্যবস্থাপক রনজিত বসাক (৫০) মারা যান। আর রবিবার (২৩ এপ্রিল) সকালে দেলোয়ার হোসেন (৩৬) নামে অপর একজন মারা যান। 

গত ১৯ এপ্রিল দুপুরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গোপালগঞ্জে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে কর্মরত ৩০ জন শ্রমিক আহত হন।

/এআইবি/এমএ/