বগুড়ায় দুই ক্লিনিক ও এক ফার্মেসিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত

লাইসেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক ও ডিপ্লোমা নার্স না থাকায় বগুড়ার নন্দীগ্রামের দুই ক্লিনিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, ফার্মেসির সাইনবোর্ডে ভুয়া বিশেষজ্ঞ ডিগ্রীর উল্লেখ থাকায় অপর এক ইউনানি চিকিৎসককে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শরীফুন্নেসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা পুলিশ জানায়, নন্দীগ্রাম সদরের ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স পাওয়া যায়নি। ডিপ্লোমা চিকিৎসক ও সাধারণ নার্স দিয়ে এ ক্লিনিক চলে। তাই ক্লিনিকটির মালিক শিপলু হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে দুইমাসের মধ্যে লাইসেন্স নিতে ও বিশেষজ্ঞ চিকিৎসক ও ডিপ্লোমা নার্স নিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের অপর এক ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এর মালিক মাসুদ রানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ফার্মেসির সাইনবোর্ডে বিশেষজ্ঞ চিকিৎসক ও সহকারী অধ্যাপক লিখে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসায় ইউনানি চিকিৎসক রবিউল ইসলামকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শরীফুন্নেসা জানান, সবার কাছ থেকে জরিমানার টাকা আদায়ও করা হয়েছে।

/এমএ/