টাঙ্গাইলে বেইলি সেতু ধসে যান চলাচল বন্ধ

অতিরিক্ত মালবোঝাই ট্রাক ওঠায় ধসে যায় সেতুটি

টাঙ্গাইলে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ী এলাকার বেইলি সেতু ধসে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে একটি মালবোঝাই ট্রাক ওঠলে এ সেতু ধসে পড়ে। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। টাঙ্গাইলের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম নূর-ই আলম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি বালু বোঝাই ট্রাক ওই সেতু পার হওয়ার সময় তা ধসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কে এম নূর-ই আলম বলেন, ‘ট্রাকটি অতিরিক্ত মাল নিয়ে সেতুটি অতিক্রম করছিলো। ৫ টনের বেশি মাল নিয়ে ওই সেতু পারাপারে নিষেজ্ঞা রয়েছে। ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’ সেতুটি মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি।

/এমএ/