জামালপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার আরও ৯৫

জামালপুর

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানের ৪র্থ দিনে আরও ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। জেলার পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হয় পুলিশের এই বিশেষ অভিযান। এর মধ্যে সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৯৫ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (পিপিএম) জানান, ৪র্থ দিনে ওয়ারেন্টভুক্ত আসামির পাশাপাশি সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার আসামিকে গ্রেফতার করা হয়।

জেলার সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়া জানান, সদর উপজেলা থেকে ২৫ জন, মেলান্দহ উপজেলা থেকে ১৬ জন, দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ১৭ জন, ইসলামপুর উপজেলা থেকে ৪জন, মাদারগঞ্জ উপজেলা থেকে ১৪ জন, সরিষাবাড়ী উপজেলা থেকে ১৩ জন এবং বকশীগঞ্জ উপজেলা থেকে ৬জন আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। এ অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৯ গ্রাম হিরোইন, ৯৫৫ গ্রাম গাঁজা এবং ৫৭ পিস ইয়াবা। অভিযান আগামী  শুক্রবার পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

/এমএ/