খাদ্যে বিষক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সেবিকার মৃত্যু

বগুড়া

খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সেবিকা জোবেদা খাতুন (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই প্রতিষ্ঠানের প্রধান সহকারী আলমগীর হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। সিরাজগঞ্জের সিভিল সার্জন মঞ্জুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শজিমেক হাসপাতাল সূত্র ও সিরাজগঞ্জের সিভিল সার্জন মঞ্জুর রহমান জানান, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসায় খাবার খান মো. মনিরুজ্জামান ও জোবেদা খাতুন। এরপর তিনজনই অসুস্থ হয়ে পড়েন। সকালে তিনজনকেই কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় বিকেলে শজিমেক হাসপাতালে আনা হয়। এখানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের চিকিৎসা দেয়া হয়।

বগুড়া বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু জানান, চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামান এবং জোবেদা খাতুন মারা গেছেন। হেডক্লার্ক আলমগীর হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি।

/এমএ/