সিলেটে ৫০ হাজার পরিবার পাবে ত্রাণ সহায়তা

সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে ভিজিএফ কার্ডের মাধ্যমে মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, ‘জেলার ১৩ উপজেলার একশ পাঁচটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা প্রশাসন থেকে দুয়েকদিনের মধ্যে তালিকা আসবে। তালিকা পেলেই ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল ও আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। ৫০ হাজার পরিবারের মধ্যে মোট চার হাজার নয়শ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে সাত কোটি টাকা বিতরণ করা হবে।’

সংবাদ সম্মেলনে রাহাত আনোয়ার জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রথম দফায় ৩২০ মেট্রিক টন চাল ও ২০ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত ২৯ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়। এরপর গত ২৩ এপ্রিল থেকে ফের ত্রাণ সহায়তা শুরু হয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘এ কার্যক্রম আরও ৯৮ দিন পর্যন্ত চলবে। প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হবে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।’

/এমএ/