গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ও বালুয়াকান্দি ইউনিয়নের ১২টি গ্রামের পঁচিশ কিলোমিটার এলাকাজুড়ে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জের সোনারগাঁ কার্যালয়ের তত্ত্বাবধানে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান নিশুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

তিতাস গ্যাসের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল মোমেন তালুকদার জানান, অবৈধ গ্যাস সংযোগে চলা প্রায় দশ হাজার চুলা বন্ধ করা হয়েছে। এসময় আদালত মেঘনা ভিলেজ ক্যাফেসহ দুটি খাদ্য বিতরণ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন।

তিতাস গ্যাসের কর্মকর্তা মশিউর রহমান জানান, গজারিয়ার বিভিন্ন ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। একটি চক্র গ্রামের সহজ-সরল মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে বাসাবাড়িতে ওই সংযোগ দিয়েছিল।

তিনি আরও জানান, চলতি মাসে তিনদিন এই অভিযান পরিচালনা করা হয়েছে। যত দিন পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ থাকবে ততদিন এ অভিযান চলবে।

/এমএ/