জামালপুরে পুলিশের বিশেষ অভিযানের শেষদিনে গ্রেফতার ৮২

জামালপুর

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানের ৭ম দিনে ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। জেলার সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হয় পুলিশের এই বিশেষ অভিযান। এর মধ্যে ৭ম দিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৮২ জনকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়া জানান, সদর উপজেলা থেকে ২২ জন, মেলান্দহ উপজেলা থেকে ১৪ জন, দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ১৪ জন, ইসলামপুর উপজেলা থেকে ৬জন, মাদারগঞ্জ উপজেলা থেকে ৭জন, সরিষাবাড়ী উপজেলা থেকে ১২ জন এবং বকশীগঞ্জ উপজেলা থেকে ৭জন আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। এ অভিযানে উদ্ধার করা হয়েছে ২৪ গ্রাম হিরোইন, এক কেজি ৯২৫ গ্রাম গাঁজা, ৭৫ পিস ইয়াবা ও ৩ লিটার দেশি মদ। আজই (শুক্রবার) এ অভিযানের শেষদিন ছিল বলেও জানান তিনি।

/এমএ/