টাঙ্গাইলে ছেলের হাতে বাবা ‘খুন’

খুন

টাঙ্গাইলের নাগরপুরে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অভিযুক্তের নাম আজাহার মিয়া (৩৫)।সে একসময় হোটেলে বয় হিসেবে কাজ করলেও বর্তমানে বেকার। আর নিহত লাল মিয়া পেশায় রিকশাচালক ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাল মিয়া বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার (২৮ এপ্রিল) চিকিৎসার জন্য তিনি গরু বিক্রির কথা ছেলে আজাহারকে জানান। এতে রেগে গিয়ে আজাহার তার বাবাকে মারধর করে। বাবার চিৎকারে আত্মীয়-স্বজনরা এগিয়ে এলে আজাহার পালিয়ে যায়। পরে লাল মিয়া গরুটি বিক্রি করে দেন। আজ (শনিবার) এই খবর পেয়ে আজহার বঁটি দিয়ে তার বাবাকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জহিরুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছোট ছেলে বাবু তার বড় ভাই আজাহারকে এ ঘটনায় আসামি করে হত্যা মামলা করেছেন। আজাহারকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএ/টিএন/