শরীয়তপুরে ঝড়ে নিহত ১, দুই শতাধিক ঘর বিধ্বস্ত

কালবৈশাখী

শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে এক নারী নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৫ মে) সকালে বয়ে যাওয়া ওই ঝড়ে দুই উপজেলার চার ইউনিয়নে দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে নিহত নারীর নাম বেগম আক্তার (৫০)। তিনি ডিএমখালি ইউনিয়নের পাইয়াতলি গ্রামের জিয়া মাদবরের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নড়িয়া উপজেলার চরআত্রা ও নওয়াপাড়া ইউনিয়ন এবং ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ও সখিপুর ইউনিয়নে কালবৈশাখী আঘাত হানে। এতে গাছের ডাল ভেঙে ওপরে পড়ায় সখিপুরের বেগম আক্তার নিহত হন। এসময় চার ইউনিয়ন মিলিয়ে ১৫ জনের মতো আহত হন। ঝড়ের আঘাতে দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চরআত্রা, নওয়াপাড়া, কাঁচিকাটা ও সখিপুর ইউনিয়নে ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার কথা শুনেছি। এর মধ্যে চরআত্রা ও নওয়াপাড়া ইউনিয়নে ১৫০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি ১০ জনের মতো আহত হয়েছেন।’

/এমএ/