কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি

নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল জাবিরজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আল জাবিরকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ মে) একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে কল করে এই হুমকি দেওয়া হয়। পরে ওই অধ্যাপক ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে জিডি দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার রাতে সাধারণ ডায়েরি করেছেন অধ্যাপক জাবির। এ ঘটনা জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অধ্যাপক আল জাবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার (১৬ মে) আমার মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল করে এক ব্যক্তি নগদ অর্থ দাবি করে। এর আধাঘণ্টা পরে প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত পরিচয় দিয়ে অন্য আরেকজন অন্য একটি নম্বর থেকে কল দিয়ে আমাকের হত্যার হুমকি দেয়।’ ঘটনাটি মৌখিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. জাহিদুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি শোনার পর বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে জানিয়েছি। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।’
এদিকে, জাককানইবি শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে জানান, এ ঘটনার প্রতিবাদে আগামী সোমবার জাককানইবি শিক্ষক সমিতি একটি সাধারণ সভা আহ্বান করেছে। ওই সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
/এমএ/টিআর/