জঙ্গি দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি: আইজিপি

কুমিল্লা জেলা পুলিশের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এ কে এম শহীদুল হক

দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রবিবার (২১ মে) বিকালে কুমিল্লা জেলা পুলিশের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ কে এম শহীদুল হক বলেন, ‘পুলিশের লক্ষ্য, দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিদের নির্মূল করা। তাই এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘দেশে জঙ্গি দমনে পুলিশের সাফল্য অনেক। এই ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে তাদের পরামর্শ মোতাবেক দেশের যে কোনও প্রতিকূলতা মোকাবেলা করবে।’

আইজিপি বলেন, ‘সাধারণ মানুষকে সাহায্য ও সেবা দেওয়া পুলিশের দায়িত্ব। এ কাজে পুলিশ সবসময় তৎপর রয়েছে।’

জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী, চাঁদপুর, বাহ্মবাড়িয়া, ফেনী, হবিগঞ্জ মৌলভীবাজার জেলার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএ/