পাথরঘাটায় জলদস্যু বাহিনীর প্রধান আটক

বরগুনা

বরগুনার পাথরঘাটা উপজেলায় সুন্দরবন এলাকার জলদস্যু জিরো বাহিনীর প্রধান মো. বাদল পহলানকে (২৩) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) সকালে পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদল পহলান পদ্মা গ্রামের শাহ আলম পহলানের ছেলে।

পুলিশ জানায়, বাদল দীর্ঘদিন ধরে জলদস্যু জামাল বাহিনীর সদস্য হয়ে কাজ করে আসছে। কয়েক বছর আগে সুন্দরবনের কুখ্যাত জামাল বাহিনীর প্রধানসহ বেশ কয়েক জন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এরপর থেকে বাদল পহলান নিজে জিরো বাহিনী গড়ে তুলে। আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসার পর সে আত্মগোপন করে চট্টগ্রামের কলসীদিঘির পারে। সেখানকার তাজমহল নামের একটি ভবনে সে থাকতো।

ওসি এসএম জিয়াউল হক বলেন, ‘গত সোমবার বাদল পহলান চট্টগ্রাম থেকে চাদপুর হয়ে পাথরঘাটায় আসে। তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএ/