ধামরাইয়ের সুতিপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

ইউপি নির্বাচন

ঢাকার ধামরাইয়ে ৯নং সুতিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম (রাজা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে ধামরাই উপজেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিন জানান, রেজাউল করিম (রাজা) নৌকা প্রতীকে ১৬ হাজার ৩২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমিজুর রহমান চৌধুরী রোমা ধানের শীষে ২ হাজার ৪৭৯ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী গোলাম নাজমুল হক লাঙ্গল প্রতীকে ৬৯, স্বতন্ত্র প্রার্থী আলীমুর রহমান ২০৭ ও মো. ছুলাইমান ৫৮ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুতিপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন ও সাধারণ ওয়ার্ডে ৪১ জন সদস্য পদে প্রতিদ্বনদ্বিতা করেন। ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ২৮৬ জন। এরমধ্যে পুরুষ ১১ হাজার ৬৭২ ও মহিলা ১১ হাজার ৬১৪ জন।

উল্লেখ্য, গত বছরের ২৮ মে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটার তালিকা সংশোধন না করায় সূতিপাড়া ইউনিয়নের মাকড়খোলা গ্রামের দেলোয়ার হোসেনের করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই ইউপি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন।

/এমএ/