দেশে আইনের শাসন নেই: মির্জা ফখরুল

লালমনিরহাট জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশে আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতিই বলেছেন, দেশে কোনও আইনের শাসন নেই। এরপর আর বলার অপেক্ষা থাকে না, দেশের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। গোটা দেশ আজ কারাগারে পরিণত হয়েছে।’

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে লালমনিরহাট জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে এখন সবচেয়ে খারাপ সময় চলছে। কারণ, যারা আজ দেশ শাসন করছে, তারা মুখোশ পড়ে প্রকৃতপক্ষে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। একদলীয় শাসন ব্যবস্থা বললে ভুল বলা হবে; এক ব্যক্তির শাসন ব্যবস্থা চালু করেছে বলা চলে।’

তিনি আরও বলেন, ‘দেশে মানবাধিকার বলতে কিছু নেই। জবাবদিহিতা নেই। একটা সংসদ আছে, যেখানে জনগণের সমস্যা সমাধানের আলোচনা হয় না। এই সংসদে একটা বিরোধী দল আছে, যে দলকে সবাই গৃহপালিত বিরোধী দল বলে। তারা জলসাপার্টির দর্শকদের মত শুধু হাততালি দিয়ে সরকারের প্রশংসা করে আসছে।’

তিনি বলেন, ‘ক্ষমতার জন্য নয়; দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নির্বাচনে যেতে চায়। তবে সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে।’

তিস্তা নদীর পানির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত গিয়ে পানি আনতে পারে নাই। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তিস্তার পানি চুক্তি হয়নি। আজ দেশের অভিন্ন ৫৪টি নদীতে পানি নেই।’

মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের বলেন, ‘পদ-পদবির জন্য নয়; দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য, মা-বোনদের সম্মানের জন্য আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তাই যে কোনও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।’

লালমনিরহাট জেলা পরিষদ হলরুমে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সম্পাদিকা সুলতানা আহম্মেদ, তাঁতীদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ওলামা দলের সভাপতি হাফেজ মাও আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাও নেছারুল হক, জিয়া পরিষদের ভাইস- চেয়ারম্যান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কেন্দ্রীয় বিএনপির কুটির শিল্পবিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলাসহ অনেকে।

প্রথম অধিবেশন শেষে বিএনপির লালমনিরহাট জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন মির্জা ফখরুল। এসময় তিনি আগের কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলার নামই পুনরায় সভাপতি ও সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।

/এমএ/