মৌলভীবাজারে বিএনপির নতুন কমিটি ঘোষণা

মৌলভীবাজারমৌলভীবাজার জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এম নাসের রহমানকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে বিএনপি মহাসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ মে) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান মিজান জানান, বিএনপি মহাসচিব স্বাক্ষরিত চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে বাকি সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
নতুন কমিটিতে আবদুল ওয়ালী সিদ্দিকী, ফয়জুল করিম, আবেদ রাজা, মো. আবদুল মুকিত, জামি আহমদ, মুহিবুর রহমান ফারুক, আতাউর রহমান (লাল হাজি), মুজিবুর রহমান (জুড়ী), আশিক মোশারফ, নাসির উদ্দিন আহমেদ, নূরে আলম সিদ্দিকী, জুয়েল আহমদ ও আহমদ হোসেন ইকবালকে সহসভাপতি; আনোয়ার আক্তার চৌধুরী, ফয়ছল আহমদ, ফখরুল ইসলাম, অনি আহমদ খান ও হেলু মিয়াকে যুগ্ম সম্পাদক ও মো. ইদ্রীস আলীকে প্রচার সম্পাদক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে মৌলভীবাজার জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু সেই কমিটি কেন্দ্রের অনুমোদন পায়নি। বরং কেন্দ্রীয় কমিটি কাউন্সিলের প্রস্তাবিত কমিটি সংশোধন করে এম নাসের রহমানকে সভাপতি, খালেদা রব্বানীকে সাধারণ সম্পাদক ও মো. আবদুল মুকিতকে যুগ্ম সাধারণ সম্পাদক করে প্রাথমিক কমিটির ঘোষণা দেয়। পরে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের কথা থাকলেও মতবিরোধের কারণে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি।

আরও পড়ুন-

সুনামগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রংপুর জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা

/টিআর/