আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদআওয়ামী লীগের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টির সমর্থন ছাড়া তাদের (আওয়ামী লীগ) পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। দেশবাসী এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’

বুধবার (১৪ জুন) গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকারের বাস ভবনে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ আরও বলেন, ‘এর আগে আওয়ামী লীগকে নানাভাবে সমর্থন দিলেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই এবার জনসমর্থনে বলীয়ান জাতীয় পার্টি আগে জানতে চায়, তারা কি পাবে। তারপর নির্বাচনে যাওয়ার চিন্তা।’

পলাশবাড়ী উপজেলা জাপার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার দিলারা খন্দকার ও জেলা জাপার সভাপতি সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রশিদ সরকার। এর আগে এরশাদ বিকাল পাঁচটায় রংপুর থেকে সড়ক পথে পলাশবাড়ীতে আসেন।

এরশাদ বলেন, ‘২০০১ সালের নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের নেতৃত্বাধীন জোটে থাকতে রাজি হলে যা চাই তা-ই পাবো। কিন্তু তারা কথা রাখেননি। একইভাবে আওয়ামী লীগও দলের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে জাতীয় পার্টিকে ভেঙে দেয়। কেউ কথা রাখেনি। বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে এখন নিজেরাই ছিন্ন-ভিন্ন।’

/এনআই/